Thursday, 22 November 2018

ল্যাপটপে চার্জ দেওয়ার সঠিক পদ্ধটি৷

কিভাবে আপনি ল্যাপটপে  চার্জ দিবেন ৷

বর্তমানে প্রায় অনেকেরই ল্যাপটপ আছে৷ ল্যাপটপ এখন আর শখের বস্তু নয়৷ এখন প্রায় সকলেরই কম বেশি ল্যাপটপ দরকার৷ অনেক সময় দেখা যায় যে আপনাদের ল্যাপটপটি কেনার কিছু দিন পর ল্যাপটপের
ব্যাটারিতে চার্জ থাকছে  না৷ এই সমস্যাটা কিন্তু অধিকাংশ সময় আমাদের কারনেই হয় তাই আমরা যদি ল্যাপটপে চার্জ দেওয়ার সময় সাধারন কিছু নিয়ম মেনে
চার্জ দেন তাহলে আপনার ল্যাপটপের আয়ু বেশি হবে৷
তো নিয়মগুলো জানা যাক৷

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ল্যাপটপের ব্যাটারির আয়ু
বাড়াতে একটানা চার্জার ল্যাপটপে লাগিয়ে রাখা বন্ধ করতে হবে৷ কারণ, সব সময় চার্জার লাগিয়ে রাখার অভ্যাস গড়ে তুললে ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে
যায়৷

কানাডার ক্যাডেক্স ইলেকট্রনিকসের প্রধান নির্বাহী ইসিডোর ব্যাচমানের পরামর্শ হচ্ছে, ল্যাপটপের লিথিয়াম পলিমার ব্যাটারিতে পূর্ণ চার্জ হয়ে গেলে অবশ্যই চার্জার খুলে ফেলতে হবে৷ পারলে চার্জ পরিপূর্ণ
হওয়ার আগেই  আগেই তা খুলে ফেলা উচিত৷ ব্যাটারিতে সর্বোচ্চ ৮০ শতাংশ চার্জ করা উচিত এবং
এরপর ৪০ শতাংশ খরচ করে তারপর আবার চার্জ দিলে ব্যাটারি সবচেয়ে ভালো থাকবে৷

ব্যাচম্যান আরো জানান, ব্যাটারির চার্জ  দেওয়া ও চার্জ
খালি করার বিষয়টি নিয়মিত ঘটলেই কেবল ব্যাটারির আয়ু বাড়তে পারে৷ ব্যাটারিতে পূর্ণ চার্জ দিলে ব্যাটারি খালি হতে সময় লাগে আর অতিরিক্ত চার্জে ব্যাটারির
কোষগুলোর  ধীরে ধীরে চার্জ ধরে রাখার ক্ষমতা কমে
যায়৷ অতিরিক্ত চার্জে ব্যাটারির কোষগুলো ফুলে যায়৷
এবং ব্যাটারি নষ্ট হয়৷ ল্যাপটপের ব্যাটারি বিশেষজ্ঞদের
পরামর্শ হচ্ছে,ব্যাটারি আইকনের দিকে তাকিয়ে ৮০ শতাংশ চার্জ হলে চার্জার খুলে ফেলা উচিত আবার চার্জ ৪০ শতাংশের নিচে চলে এলে চার্জার লাগানো যেতে পারে৷

ব্যাচম্যান জানিয়েছে,তাঁর প্রতিষ্ঠানের স্পনসর করা ব্যাটারি ইউনিভার্সিটি নামের একটি সাইট থেকে ল্যাপটপে চার্জ দেওয়ার নিয়মকানুন সহ নানা তথ্য জানতে পারবেন৷
সাইটটির লিংক হল: http://batteryuniversity.com/

মোটামুটি এসব নিয়ম মেনে চললেই আপনার ব্যাটারিটি
হবে দীর্ঘস্থায়ী৷ কেমন লাগলো কমেন্টে জানাবেন৷

No comments:

Post a Comment